Forex বৈদেশিক মুদ্রা বাণিজ্য কি ও কাকে বলে ?

 

islamiasset forex

Forex বৈদেশিক মুদ্রা বাণিজ্য :

                        সাধারণত প্রত্যেকটি দেশগুলোর অর্থ ব্যবস্থা ও আর্থিক লেনদেন করার জন্য প্রত্যেক দেশের সম্পদ ভিত্তিক বিনিময়ের মাধ্যমকে মুদ্রা বলে।

এই সকল মুদ্রা গুলো দেশের সম্পদ ভিত্তিক হওয়ায় এর চাহিদা অনুযায়ী মুদ্রার মূল্য কমা ও বাড়া হয়ে থাকে এজন্য এটি এখন এক বড় ব্যবসায়ের বাজার হিসেবে বিশ্বে প্রচলিত রয়েছে।

মুনাফা অর্জন :

                ইসলামিক ব্যবস্থা অনুযায়ী সম্পদ ভিত্তিক মুদ্রা বাজার বুঝে মুদ্রা ক্রয়-বিক্রয় করে মুনাফা অর্জন করা যায় কিন্তু সুদভিত্তিক লোন নিয়ে বিনিয়োগ করা যাবে না

ঝুঁকি বহন :

            এই ব্যবসা পরিপূর্ণ জ্ঞান না থাকলে ঝুঁকি থেকে যায়। তবে ইসলামী অর্থব্যবস্থা অনুযায়ী সুদ মুক্ত লোন অর্থাৎ লেভারেজ Leverage না নিয়ে এর ঝুঁকি তুলনামূলক কমানো যায়।


নিশ্চয়ই মহান আল্লাহ তা'আলা তার হালাল বিধানগুলোতে শান্তি ও কামিয়াবি দেখেছেন এবং এটি আমরা পরিস্থিতি ভেদে আজ বা কাল অথবা তারপরেও বুঝতে পারবো ইনশাআল্লাহ



To Top