মুরাবাহা (Murabaha) :
শাব্দিক অর্থ হলো : লাভ দেয়া, ফায়দা দেয়া। যেকোন প্রকার হালাল পণ্য ক্রয়ের জন্য সম্পন্ন অর্থ না থাকায় পণ্যের মালিক বা অন্য কেউ মালিকানা নিয়ে, সমান বা কিছুটা বাড়তি ক্রয় মূল্যে বিক্রয় করে।
এবং পক্ষান্তরে ক্রেতার কাছে অল্প করে সময় নিয়ে অর্থ পরিশোধ করার প্রক্রিয়াকে মুরাবাহা বলে।
মুনাফা অর্জন:
ইসলামী অর্থনীতিতে মুরাবাহা প্রক্রিয়ায় বিক্রেতা তার পন্যের বাড়তি মূল্যই হচ্ছে তার মুনাফা। সাধারন পণ্য ক্রয় বিক্রয়ে যেই মুনাফা অর্জন হয়ে থাকে ঠিক তেমনি।
উদাহরণ :
একজন ভদ্রলোকের একটি ফ্রিজ ক্রয় এর প্রয়োজন হয়। কিন্তু তার কাছে পরিপূর্ণ অর্থ না থাকায় তখন তিনি ইসলামিক ব্যাংক এর সাথে আলোচনা করে এবং ইসলামীক ব্যাংক ফ্রিজ টি ক্রয় করে ভদ্রলোকের কাছে বিক্রয় করেন।
এবং পর্যায়ক্রমে মাসিকভাবে ভদ্রলোকটি ইসলামী ব্যাংক টিকে মুরাবাহা প্রক্রিয়ায় অর্থ পরিশোধ করতে থাকেন।
অতএব মুরাবাহা প্রক্রিয়ায় ইসলামী অর্থনীতি হতে পারে আমাদের জন্য কল্যাণকর ব্যবস্থাপনা।নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তার হালাল বিধানগুলোতে শান্তি ও কামিয়াবী রেখেছেন।