তাকাফুল :
ইসলামিক অর্থ ব্যবস্থায় বীমা করার প্রক্রিয়াকে তাকাফুল বলে।
সাধারণত বীমা হচ্ছে দুইটি পক্ষ যথা ব্যক্তি বা কোম্পানি ও বীমা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঝুঁকি এড়ানোর চুক্তিকে বোঝায়।
এটিতে শারীরিক অসুস্থতা অথবা সম্পদ বা মালামালের অনিশ্চিত ক্ষয়ক্ষতি এড়ানোর বিশেষ ব্যবস্থাই বীমার উদ্দেশ্য হয়ে থাকে।
এবং এর উদ্ধৃত অর্থকে ইসলামিক অর্থ ব্যবস্থার মাধ্যমে সঠিকভাবে বিনিয়োগ করে মুনাফা অর্জন করেন এবং তা সঠিক ভাবে অংশিদার কে বন্টন করে থাকেন।
মুনাফা অর্জন :
ইসলামিক অর্থ ব্যবস্থায় তাকাফুল প্রক্রিয়ায় উদ্ধৃত অর্থকে হালালভাবে বিনিয়োগ করে প্রাপ্ত লাভ ও লোকসান বন্টন হয়ে থাকে। এজন্য তাকাফুল সারা বিশ্বের দেশগুলো সহ আমাদের বাংলাদেশেও এর প্রচলন বেড়েই চলেছে।
উদাহরণ :
আমাদের বাংলাদেশের স্বনামধন্য আকিজ কোম্পানি ২০২১ থেকে তাকাফুল প্রক্রিয়ায় ইসলামিক বীমা যাত্রা শুরু করেন। এবং তা আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে।
এবং বিশ্বে অন্যান্য দেশেও এর প্রচলন বেড়েই চলেছে যেমন - মালয়েশিয়া, বাহারাইন, পাকিস্তান, সৌদি আরব, আমেরিকা ইত্যাদি।