Compounding and Zakat Fund

islamiAsset Compounding

Compounding এবং যাকাত তহবিল :

                 হান আল্লাহ তায়ালার বিধিবিধান অনুযায়ী সম্পদবৃদ্ধি ও পর্যায়ক্রমে পুনরায় মুনাফা সহ পুনরায় বিনিয়োগ করার চলমান প্রক্রিয়াকে ইসলামী সম্পদ Compounding বলে থাকে।

আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এই Compounding প্রক্রিয়ায় ব্যবসায়ের মাধ্যমে সহজেই হালাল উপার্জন করার পথ রয়েছে।

এবং যাকাত আল্লাহ তায়ালার বিধান, এই প্রক্রিয়ায় অর্থ প্রদান করলে অর্থ কমেনা কারণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে যাকাত একটি অর্থনৈতিক চক্র মাত্র।



Our Compounding and Zakat Fund প্রক্রিয়া :
        ১. জমা পরিমান : সর্বনিম্ন এক হাজার টাকা।
        ২. সময়সীমা: দুই বছরের বেশি সময় বিনিয়োগ করা।
        ৩. Risk and Reward দুইটি বিদ্যমান।
        ৪. সম্পদ অনুযায়ী যাকাতের পরিমাণ হিসাব বা প্রদানে সহযোগীতা করা।




একটি সফল উদ্যোক্তার  উদাহরণ: 

সমগ্র বিশ্বের মধ্যে বহুল প্রচলিত ওয়ারেন বাফেট নামক এক জন ভদ্রলো Compounding প্রক্রিয়ায় তিনি সফলভাবে উপার্জন করে আসছে।

তার তার বেশিরভাগ সম্পদের মধ্যে Apple অন্যতম। তিনি সুদভিত্তিক যেমন ব্যাংকিং প্রক্রিয়ার Business গুলো কম পছন্দ করেন




নিশ্চয়ই মহান আল্লাহ তা'আলা তার হালাল বিধানগুলোতে শান্তি ও কামিয়াবি দেখেছেন এবং এটি আমরা পরিস্থিতি ভেদে আজ বা কাল অথবা তারপরেও বুঝতে পারবো ইনশাআল্লাহ


To Top