ইসলামি ফান্ড Islami Fund কি ও কাকে বলে ?

  

islami Asset Fund


 ইসলামি ফান্ড - Islami Fund:

                        হান আল্লাহ তায়ালার অশেষ রহমত এই যে, তিনি আমাদের কে অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন। এবং তার নির্দেশ অনুযায়ী হালাল রুজি ও হালাল সম্পদ অর্জন করতে বলেছেন।



ইসলামীক অর্থনীতির ব্যবস্থা অনুযায়ী বিশেষ কয়েকটি হালাল সম্পদ ব্যবস্থাপনার মধ্যে অন্যতম গুলো হল :

১.শেয়ার (মুশারাকা অনুযায়ী লেনদেন)
২.ফরেক্স (ইসলামিক অর্থনীতি অনুযায়ী মুদ্রা ক্রয় বিক্রয়)
৩.সুকুক (ইসলামিক অর্থনীতি অনুযায়ী সম্পদ ভিত্তিক Bond ক্রয় বিক্রয়)
৪.স্বর্ণ (ইসলামিক অর্থনীতি অনুযায়ী ক্রয় বিক্রয়)

আমরা আমাদের ইসলামিক সম্পদ ব্যবস্থা মাধ্যমে ব্যবসাগুলো তে ১০০% মূলধন এর অংশ বিশেষ ভাগ ভাগ করে সম্পদ শ্রেণী বিভাগ করে বিনিয়োগ করতে পারি।

উদাহরণ :

                একজন সৎ মুসলিম মানুষ তার ১০০% মূলধনের -

৪০% শেয়ার (হালাল ব্যবসা)
২০% সুকুক (ইসলামিক অর্থনীতি অনুযায়ী সম্পদ ভিত্তিক Bond ক্রয় বিক্রয়)
১০% ফরেক্স (ইসলামিক অর্থনীতি অনুযায়ী মুদ্রা ক্রয় বিক্রয়)
১০% স্বর্ণ (ইসলামিক অর্থনীতি অনুযায়ী ক্রয় বিক্রয়)
২০% ক্যাশ অর্থ

- এভাবে বিনিয়োগ করে থাকেন।

এ ছাড়াও আমাদের মিউচুয়াল ফান্ড : আল বারাকাহ মিউচুয়াল ফান্ডে নিসন্দেহে বিনিয়োগ করতে পারেন।

"যারা আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপমা একটি শস্য-বীজের মত, যা থেকে সাতটি শীষ জন্মে, প্রতিটি শীষে থাকে একশত শস্য-দানা। আর আল্লাহ যার জন্য ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ মহাদানশীল, মহাজ্ঞানী।" [ সূরাঃ আল বাকারা, আয়াতঃ ২৬১]


To Top