Al-Baqarah Mutual Fund

 

Al Baqarah Fund কি?

            সলামিক অর্থব্যবস্থার আলোকে সম্পদ ভিত্তিক বিনিয়োগের জন্য মূলধন একত্রিত করে Al Baqarah Fund ব্যবস্থার মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। এখানে সকল ধরনের সকল পেশার মানুষ অংশগ্রহণ করতে পারেন। বিশেষ করে স্বল্প উপার্জনকারী দরিদ্র ও মধ্যবিত্তদের হালালভাবে সম্পদ ভিত্তিক বিনিয়োগে উদ্বুদ্ধ করে থাকে।

আমাদের ফান্ডগুলোর বিনিয়োগকারী আমাদের কাছে সদস্য (Business Member) হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং তারা তাদের অর্থ যেকোনো সময় জমা ও উত্তোলন করতে পারেন।



Al Baqarah Fund প্রক্রিয়া :

১. জমা পরিমান : সর্বনিম্ন ১০০/- এক শত টাকা।
২. সময়সীমা: যেকোনো সময় সময় বিনিয়োগ ও উত্তোলন করা।
৩. Risk and Reward দুইটি বিদ্যমান।



উদাহরণ :

        আমাদের রহিম ভাই, তিনি খুব সৎ এবং ইসলামিক চিন্তাধারার ব্যক্তি। তিনি বাংলাদেশের একটি সুনামধন্য টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানিতে জব করেন।
সে তার সংসার খরচ করে অতিরিক্ত কিছু অর্থ সঞ্চয় করার চিন্তা করে। তিনি ইসলামিক দিক বিবেচনা করে সঞ্চয় বা বিনিয়োগ করার জন্য Al-Baqarah Fund টি বেছে নেয়
এরপর থেকে তিনি আর সঞ্চয় নিয়ে চিন্তা করেন না সহজেই অর্থ বিনিয়োগ ও হালাল মুনাফা অর্জন করতে থাকেন।



নিশ্চয়ই মহান আল্লাহ তা'আলা তার হালাল বিধানগুলোতে শান্তি ও কামিয়াবি দেখেছেন এবং এটি আমরা পরিস্থিতি ভেদে আজ বা কাল অথবা তারপরেও বুঝতে পারবো ইনশাআল্লাহ


To Top