স্বর্ণ Gold :
মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত যে তিনি আমাদের এই পৃথিবীতে অনেক মূল্যবান ধাতু দ্বারা সুসজ্জিত করেছেন এদের মধ্য প্রচলিত মূল্যবান ধাতু হচ্ছে সোনা প্রাচীন সভ্যতা থেকে এর ব্যবহার এবং ক্রয় বিক্রয় ও ব্যবসায় ব্যবহার হয়ে আসছে।
মুনাফা অর্জন :
ইসলামিক অর্থ ব্যবস্থায় স্বর্ণ বিক্রয় করে মুনাফা অর্জন করা যাবে কিন্তু সোনার পরিবর্তে সমপরিমাণ সোনা বিনিময় করে নয়। এই সোনা ক্রয় বিক্রয় ব্যবসাটি অত্যন্ত লাভজনক কারণ এটি প্রাচীন সভ্যতা থেকে আজ পর্যন্ত এর চাহিদা এরেই চলেছে।
বর্তমান আজ পর্যন্ত এর Growth Rate 11% CAGR. যা Mutual Fund ও অন্যান্য Asset Class এর চেয়ে ভালো।
ঝুঁকি বহন:
সাধারণত যে ব্যবসায় লাভ বিদ্যমান থাকে সেই ব্যবসায় লোকসান লোকসানের সম্ভাবনা থাকে। তাই স্বর্ণ ব্যবসায় না বুঝে বা অভিজ্ঞতা না থাকলে এতে লোকসান ও হয়ে থাকে।
হাদিস :
উবাদাহ ইবনুস-সামিত আনসারী (রাঃ) থেকে বর্ণিত: আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ
তোমরা সোনার বিনিময়ে সোনা বিক্রয় করো না, তবে পরিমাণে সমান সমান হলে, বাড়তি না হলে এবং লেনদেন বাকীতে না হলে করতে পারো। [ইবনে মাজাহ - ১৮ ]
নিশ্চয়ই মহান আল্লাহ তা'আলা তার হালাল বিধানগুলোতে শান্তি ও কামিয়াবি দেখেছেন এবং এটি আমরা পরিস্থিতি ভেদে আজ বা কাল অথবা তারপরেও বুঝতে পারবো ইনশাআল্লাহ ।