মুশারাকা (Musharakah) কি ও কাকে বলে?

islamiAsset


 মুশারাকা (Musharakah) : 

                         মুশারাকা  একটি আরবী শব্দ। যার অর্থ শরীক হওয়াযে সকল ব্যবসায় দুই বা ততাধিক  অংশীদার থাকে এবং অর্থ ও দক্ষতা  দিয়ে প্রাপ্ত লাভ ও লোকসান তার প্রাপ্ত অংশ অনুযায়ী বন্টন হয়ে থাকে তাকে মুশারাকা বলে। এক কথায় অংশীদারি বা শেয়ার ব্যবসাকে মুশারাকা বলে থাকে। 


মুনাফা অর্জন : 

                    ইসলামী অর্থ ব্যবস্থায় মুশারাকা প্রক্রিয়ায় ব্যবসায় অর্জন হলে অংশ অনুযায়ী মুনাফা  বন্টন এবং ব্যবসায়ের অংশ বিক্রয় করে ও মুনাফা অর্জন করা যায়। 


ঝুকি বহন: 

            ইসলামী অর্থ ব্যবস্থায় মুশারাকা প্রক্রিয়ায় লোকসান হলে অংশ অনুযায়ী লোকসান বন্টন হয়ে থাকে। 


উদাহরণ : 

                স্কয়ার কোম্পানি তাদের প্রজেক্ট ও ব্যবসা বড় করার উদ্দেশ্যে অংশীদারদের ব্যবসায়ের অংশ দিয়ে অর্থ সংগ্রহ করেন। এবং নির্দিষ্ট সময়ে লাভ ও লোকসান সকল অংশীদারদের মধ্যে সমান বন্টন করেন। 


ইসলামীক ব্যাংকগুলোতে এর ব্যবহার: 

                                                    ইসলামিক গুলোতে স্থায়ীভাবে অর্থ সংরক্ষণ করা বা বৃদ্ধির জন্য FD, DPS আরো বিভিন্ন ব্যবস্থায় অর্থ সংগ্রহ করেন। 


তাদের মতে : এই অর্থ গুলো মুশারাকা বা মুদারাবা ইসলামী অর্থ ব্যবস্থায় পরিচালনা করে অর্থ উপার্জন করেন এবং এই উপার্জিত অর্থ গ্রাহকদের মাঝে বন্টন করে দেন। 


অতএব মুশারাকা ইসলামী অর্থনীতি হতে পারে  আমাদের জন্য কল্যাণকর ব্যবস্থাপনা। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তার হালাল বিধানগুলোতে শান্তি ও কামিয়াবী রেখেছেন। 

To Top