Hajj fund কি?
মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে হিজরী দশম সাল থেকে আজ পর্যন্ত প্রতি বছর জিলহজ্জ মাসের ১০ তারিখে আল্লাহর সান্নিধ্যের জন্য আমরা পবিত্র হজ্জ নিয়মিত পালন করে আসছি।তাই আমরা নিয়তকারী হাজীদের জন্য এক বছর মেয়াদী অর্থ সঞ্চয় করার ও মুনাফা অর্জন সম্ভাব্য ফান্ড ব্যবস্থা করেছি।
এখানে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি এক বছর মেয়াদী অর্থ সঞ্চয় করার ও মুনাফা অর্জনের জন্য।
২. সময়সীমা: জিলকদ মাসের শেষ পর্যন্ত। সর্বনিম্ন ৩ মাস ও সর্বোচ্চ ১১ মাস পর্যন্ত সময় বিনিয়োগ করা।
৩. Risk and Reward দুইটি বিদ্যমান।
৪. অংশগ্রহণ : এখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন এবং বিশেষ করে হাজ্জ যাত্রীদের জন্য এই Hajj Fund ব্যবস্থা করা হয়েছে।
৫. হাজ্জ যাত্রীদের সাহায্য করা।
নিশ্চয়ই মহান আল্লাহ তা'আলা তার হালাল বিধানগুলোতে শান্তি ও কামিয়াবি দেখেছেন এবং এটি আমরা পরিস্থিতি ভেদে আজ বা কাল অথবা তারপরেও বুঝতে পারবো ইনশাআল্লাহ ।
Hajj Fund প্রক্রিয়া :
১. জমা পরিমান : সর্বনিম্ন ১,০০০/- এক হাজার টাকা। সর্বোচ্চ ৫,০০,০০০/- পাচ লক্ষ টাকা।২. সময়সীমা: জিলকদ মাসের শেষ পর্যন্ত। সর্বনিম্ন ৩ মাস ও সর্বোচ্চ ১১ মাস পর্যন্ত সময় বিনিয়োগ করা।
৩. Risk and Reward দুইটি বিদ্যমান।
৪. অংশগ্রহণ : এখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন এবং বিশেষ করে হাজ্জ যাত্রীদের জন্য এই Hajj Fund ব্যবস্থা করা হয়েছে।
৫. হাজ্জ যাত্রীদের সাহায্য করা।
নিশ্চয়ই মহান আল্লাহ তা'আলা তার হালাল বিধানগুলোতে শান্তি ও কামিয়াবি দেখেছেন এবং এটি আমরা পরিস্থিতি ভেদে আজ বা কাল অথবা তারপরেও বুঝতে পারবো ইনশাআল্লাহ ।