সুকুক-Sukuk :
ইসলামিক অর্থ ব্যবস্থায় ঋণপত্র (Bond) গঠন ও পরিচালনা প্রক্রিয়াকে সুকুক বলে।
সাধারণত, Bond বা ঋণপত্র হচ্ছে দুটি পক্ষ যথা ইসুকারি ও ধারকের অর্থের ওপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে।
পক্ষান্তরে ইসলামিক Bond যথা সুকুক, নির্দিষ্ট প্রকল্পের জন্য নির্দিষ্ট সম্পদের উপর ভিত্তি করে মুনাফা অর্জন করা কে বোঝায়।
এক কথায়, ইসলামী অর্থ ব্যবস্থায় সুকুক প্রক্রিয়া হচ্ছে একটি সম্পদের অংশ নিয়ে ব্যাবসায় শরিক হওয়া।
মুনাফা অর্জন :
ইসলামিক অর্থ ব্যবস্থায় সুকুক প্রক্রিয়ায় সরকার বা কোন প্রতিষ্ঠান নির্দিষ্ট প্রকল্প বা ব্যাবসা পরিচালনা করে মুনাফা অর্জন করেন এবং তা সঠিক ভাবে অংশিদার কে বন্টন করে থাকেন।
উদাহরণ :
আমাদের বাংলাদেশর স্বনামধন্য বেক্সিমকো কোম্পানি ২০২১ থেকে ইসলামিক সুকুক প্রক্রিয়ায় পরিচালনা করে আসছে। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জে ও লিস্টেড রয়েছে।
এবং বিশ্বে অন্যান্য দেশেও এর প্রচলন বেড়েই চলেছে যেমন - মালয়েশিয়া, বাহারাইন, পাকিস্তান, সৌদি আরব, আমেরিকা ইত্যাদি।