মুদারাবা (Mudaraba) কি ও কাকে বলে?

islamiAsset


 মুদারাবা (Mudaraba) : 

                                    যে সকল হালাল ব্যবসায় দুইজন অংশীদার দ্বারা গঠন করা হয়ে থাকে, এবং একজন অংশীদার সম্পন্ন অর্থায়ন করে এবং দ্বিতীয় জন সকল প্রকার ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন থাকে তাকে মুদারাবা বলে। 

"এক কথায় আর্থিক অংশীদার ও ব্যবস্থাপক অংশীদার দুই অংশীদারের দ্বারা গঠিত হালাল ব্যবসাকে মুদারাবা বলে।"


মুনাফা অর্জন : 

                        ইসলামিক অর্থনীতিতে মুদারাবা প্রক্রিয়ায় ব্যবসায় মুনাফা অর্জন হলে দুই অংশীদারের মধ্যে সমান মুনাফা  বন্ঠন হবে । 


ঝুকি বহন : 

                    ইসলামিক অর্থনীতিতে মুদারাবা প্রক্রিয়ায় ব্যবসায়ের লোকসান হলে আর্থিকভাবে শুধুমাত্র আর্থিক অংশীদার ক্ষতিগ্রস্ত হবে এবং ব্যবস্থাপকের ক্ষতি হবে তার শ্রম। 


উদাহরণ : 

                    হাসিবুল সাহেব তার মূলধন নিয়ে ব্যবসা করতে হাসান সাহেবের সাথে পরামর্শ করেন। এদিকে হাসান সাহেবের কাপড়ের ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। তারা দুইজনে মুদারাবা প্রক্রিয়ায় ব্যবসা শুরু করেন।

 
প্রথম কয়েক মাস হাসান সাহেবের ব্যবস্থাপনায় তাদের ব্যবসায় সমাগত লোকসান হতে থাকে এতে হাসিবুল সাহেব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হাসান সাহেব হারায় তার শ্রম। 


এর পরবর্তী কয়েক মাস থেকে তারা ব্যবসায় লাভ করতে থাকেন তখন দুইজন সমান ভাবে লাভের অংশ বন্ঠন করতে থাকেন। 


ইসলামিক ব্যাংকগুলোতে এর ব্যবহার : 

                                                                আমরা যখন সাধারণ কোন ব্যাংকে saving account  খুলতে চাইলে তখন সেটি সুদ যুক্ত হিসাব থাকে। 


তারা বলেন: saving অ্যাকাউন্ট এর টাকা কাজে লাগিয়ে প্রাপ্ত মুনাফার নির্দিষ্ট পরিমাণ অর্থ আসল অর্থের সাথে যুক্ত হয়। 


পক্ষান্তরে ইসলামিক ব্যাংকগুলোতে saving account খুলতে চাইলে তখন এটি সুদ মুক্ত হিসাব থাকে। তারা বলেন : saving account এর অর্থ ইসলামিক  অর্থ ব্যবস্থায় মুদারাবা প্রক্রিয়া কাজে লাগিয়ে লাভ ও লোকসানের কিছু অংশ আসল অর্থের সাথে সংযোজন অথবা  বিয়োজন করে থাকেন ।


অতএব মুদারাবা প্রক্রিয়ায় ইসলামী অর্থনীতি হতে পারে  আমাদের জন্য কল্যাণকর ব্যবস্থাপনা।নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তার হালাল বিধানগুলোতে শান্তি ও কামিয়াবী রেখেছেন। 

To Top