ইসলামিক অর্থনীতি:
মহান আল্লাহতায়ালার আদেশ যথা ইসলামের বিধি-বিধান অনুযায়ী অর্থ ব্যবস্থা পরিচালনা করার প্রক্রিয়াকে ইসলামী অর্থ ব্যবস্থা বা ইসলামিক অর্থনীতি বলে।
সুতরাং এক কথায় অর্থনীতি বলতে কুরআন ও সুন্নাহ অনুযায়ী অর্থনীতি ব্যবস্থাপনা বুঝায়।
মহান আল্লাহতায়ালা পবিত্র কুরআনে বলেন (সূরা বাকারার ২৭৫-২৭৯ নং আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, 'যারা সুদ খায় তারা জিনে ধরা পাগল ব্যক্তির মতো হাশরের মাঠে দাঁড়াবে। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছে, ব্যবসা তো সুদের মতোই। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন।)
ইসলামের বিধি-বিধান অনুযায়ী ব্যবসায় লাভ লোকসান বিদ্যমান। এবং এই ব্যবসায়ের উপর ভিত্তি করে আলেমদের সম্মানিত মতামতের মাধ্যমে কয়েকটি ইসলামী অর্থ ব্যবস্থার প্রচলন রয়েছে।
তাদের মধ্য অন্যতম প্রচলিত অর্থব্যবস্থা প্রক্রিয়াগুলো নিচে দেওয়া হলো :