ইসলামিক অর্থনীতি কাকে বলে ও কি কি ? (What is Islamic economy)

islamiAsset

ইসলামিক অর্থনীতি:

                                        হান আল্লাহতায়ালার আদেশ যথা ইসলামের বিধি-বিধান অনুযায়ী অর্থ ব্যবস্থা পরিচালনা করার প্রক্রিয়াকে ইসলামী অর্থ ব্যবস্থা বা ইসলামিক অর্থনীতি বলে। 


সুতরাং এক কথায় অর্থনীতি বলতে কুরআন ও সুন্নাহ অনুযায়ী অর্থনীতি ব্যবস্থাপনা বুঝায়। 
মহান আল্লাহতায়ালা পবিত্র কুরআনে বলেন (সূরা বাকারার ২৭৫-২৭৯ নং আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, 'যারা সুদ খায় তারা জিনে ধরা পাগল ব্যক্তির মতো হাশরের মাঠে দাঁড়াবে। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছে, ব্যবসা তো সুদের মতোই। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন।) 


ইসলামের বিধি-বিধান অনুযায়ী ব্যবসায় লাভ লোকসান বিদ্যমান। এবং এই ব্যবসায়ের উপর ভিত্তি করে আলেমদের সম্মানিত মতামতের মাধ্যমে কয়েকটি ইসলামী অর্থ ব্যবস্থার প্রচলন রয়েছে। 


তাদের মধ্য অন্যতম প্রচলিত অর্থব্যবস্থা প্রক্রিয়াগুলো নিচে দেওয়া হলো :


১. মুদারাবা - Mudaraba (মুনাফার অংশীদার ও লোকসান বহন)  


২. মুশারাকা - Musharaka ( দুই বা ততাধিক অংশীদার লাভ ও লোকসান সমান বন্ঠন) 


৩. মুরাবাহা - Murabaha (ক্রয় করে অল্প করে পরিশোধ)


৪. ইযারা -Ijarah (সম্পদ ভাড়া দেওয়া ) 


৫. সুকুক -Sukuk (ইসলামিক বন্ড বা ব্যবসা সম্পদের ভিত্তিতে অংশগ্রহণ) 


৬. তাকাফুল - Takaful (একত্রে ঝুঁকি বহনের প্রতিশ্রুতি ফান্ড) 


৭. সালাম -Salam (ফসলের অগ্রিম ক্রয়)  


৮. ইসতিসনা - Istisna (কোম্পানির কাঁচামাল ব্যবস্থাপনার চুক্তি) 


৯. ওয়াদিয়াহ -Wadiah (আমানত) 




To Top