Profit

islamiasset profit

মুনাফা অর্জন প্রক্রিয়া:

                                            আলহামদুলিল্লাহ! আমরা আমাদের বিশেষ Team Analysis ও অভিজ্ঞতার মাধ্যমে Profit নিশ্চিত করে থাকি। এই Profit টি সাধারণত সময় ও অর্থনীতির উপর ভিত্তি করে কম ও বেশি হয়ে থাকে।

  • সাধারণত অর্থনীতি ভালো থাকলে, কোম্পানিগুলো ভালো উন্নতি করে,ফলে কোম্পানির শেয়ারের মূল্য বেশি থাকে পক্ষান্তরে,
  • অর্থনীতিতে মন্দা শুরু হলে সোনার বাজারদর ভালো থাকে। উচ্চ মূল্য পাওয়া যায়।

আবার বয়সের উপর ভিত্তি করে মুনাফা কম-বেশি হয়ে থাকে যেমন :

        ১. ২০ থেকে ৩০ বয়সের যুবক যুবতীর ঝুঁকি নেওয়ার প্রবণতা বেশি থাকে এজন্য লাভের অংশটাও বেশি হয়ে থাকে। উদা: বাৎসরিক ২০ থেকে ৩০% হয়ে থাকে। এটিকে আমরা Profit বা মুনাফা অর্জন বলে থাকি।

        ২. পক্ষান্তরে ৪০ থেকে ৫০ বয়স ও তার বেশি বার্ধক্য বয়সিদের ঝুঁকি নেওয়ার প্রবণতা কম থাকে এজন্য লাভের পরিমাণও কম হয়ে থাকে। উদা: বাৎসরিক ১০ থেকে ১৫% হয়ে থাকে। এটিকে আমরা Dividend বা অর্জিত মুনাফার অংশ বলে থাকি।


রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তিনটি জিনিসের মধ্যে বরকত রয়েছেঃ
        ১. মেয়াদ নির্দিষ্ট করে ক্রয়-বিক্রয়,
        ২. মুকারাযা ব্যবসা এবং
        ৩. পারিবারিক প্রয়োজনে গমে যব মিশানো, ব্যবসায়িক উদ্দেশ্যে নয়।
[ইবনে মাজাহ ২২৮৯]

To Top